Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস টাংগাইলের এর সিটিজেন র্চাটারঃ

 

ক্রমিক নং

অত্র অফিস হতে প্রদত্ত নাগরিক সেবা সমুহ

সেবা গ্রহনের পদ্ধতি/সেবা পেতে হলে  কিকি করতে হবে 

সময়সীমা

ব্যর্থতায় যোগাযোগ

০১

বিদেশে গমনেচ্ছুক কর্মীদের অনলাইন ডাটাবেজে নাম নিবন্ধন ।

   220/- (দুইশত বিশ) টাকার ব্যাংক ড্রাফট /পে অর্ডার সোনালী ব্যাংক অথবা প্রবাসী কল্যাণ ব্যাংক । মহা-পরিচালক, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, বরাবর নিবন্ধন ফরম পূরণ করে  ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার সহ দাখিল করতে হবে ।

সংযুক্তকরতে হবেঃক) পাসপোর্টের ফটোকপি১-2  পৃষ্ঠা, খ) শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তার ফটোকপি,

গ) ভিসার ফটোকপি।

ঘ) ইউনিয়ন পরিষদ কতৃক নাগরিক সনদ,

ঘ) অভিজ্ঞতার সনদের ফটোকপি (যদি থাকে)।

এক দিন

জনশক্তি    ব্যুরো

০২

বৈধ রিক্রুটিং এজেন্সীর তথ্য ।

স্ব-শরীরে অত্র দপ্তরের তথ্য কেন্দ্র হতে তথ্য প্রদান

তাৎক্ষণিক

 জনশক্তি    ব্যুরো

০৩

ভিসা যাচাই।

স্ব-শরীরে অত্র দপ্তরের তথ্য কেন্দ্র হতে তথ্য প্রদান

  তাৎক্ষণিক

জনশক্তি    ব্যুরো

০৪

অন লাইনে অভিযোগ।

      বিদেশ গমনেচ্ছুক / প্রবাসে অবস্থানরত /প্রবাস ফেরৎ প্রতারিত ব্যক্তি অত্র দপ্তরের তথ্য কেন্দ্র হতে অনলাইনে রিক্রুটিং এজেন্সীর বিরুদ্ধে অভিযোগ দাখিল করতে পারেন ।

সংযুক্ত করতে হবে ঃক)পাসপোর্টের ফটোকপি,

খ)চুক্তি পত্র, গ) ভিসার কপি, ঘ) টাকা প্রদানের রশিদ(যদি থাকে)।

  এক সপ্তাহ

জনশক্তি    ব্যুরো

০৫

       প্রবাসে মৃত ব্যক্তির লাশ বাংলাদেশে আনয়ন বা উক্ত দেশে দাফন সংক্রান্ত মতামত জনশক্তি ব্যুরোর মাধ্যমে দূতাবাসে প্রেরণ।

    মৃতের ওয়ারিশ কর্তৃক অত্র দপ্তরের তথ্য কেন্দ্রে স্বহস্তে লিখিত আবেদন অথবা দূতাবাস কর্তৃক ওয়ারিশদের নিকট থেকে মতামত চাওয়ার প্রেক্ষিতে সরেজমিনে মৃতের স্থায়ী ঠিকানায় তদন্ত  করে ওয়ারিশ কর্তৃক স্বাক্ষরিত লাশ আনা না আনার মতামত জনশক্তি ব্যুারোর মাধ্যমে দূতাবাসে প্রেরণ।

৩ (তিন ) দিনের মধ্যে

জনশক্তি    ব্যুরো

০৬

      মৃত ব্যক্তির ওয়ারিশগণ লাশ পরিবহন ও দাফন/আর্থিক অনুদান/ক্ষতিপূরণ/বকেয়া পাওনা/ইনস্যুরেন্স  এর অর্থ আদায় সংক্রান্ত আবেদন অনলাইনে গ্রহন করা হয় ।

    অত্র দপ্তর কর্তৃক সরবরাহকৃত অনলাইন আবেদন ফরম পূরণ এবং মৃতের মৃত্যু সংক্রান্ত কাগপত্রের ফটোকপি ৩ (তিন)সেট দাখল করতে হবে ।

নির্দিষ্ট সময় সীমা

 নেই ।

জনশক্তি    ব্যুরো/সংশ্লিষ্ট দূতাবাস

০৭

     প্রবাসে মৃত ব্যক্তির প্রকৃত ওয়ারিশান নির্ণয়,কাগজপত্র যাচাই বাছাই করে ব্যুরোতে

 প্রতিবেদন প্রেরণ । 

     জনশক্তি ব্যুরো কর্তৃক মৃতের প্রাপ্ত অর্থ প্রাপ্তির  চাহিদা পত্র অনুযায়ী কাগজপত্র প্রস্ত্তত করিয়া অত্র দপ্তরে দাখিল করার পর দায়িত্ব প্রাপ্ত জনশক্তি জরীপ কর্মকর্তাগণ সরেজমিনে যাচাই বাছাই করিয়া সঠিকতা নিরূপণ স্বাপেক্ষে জনশক্তি ব্যুরোতে প্রেরণ করা হইয়া থাকে ।

৩ থেকে ৪

   মাস

জনশক্তি    ব্যুরো/সংশ্লিষ্ট দূতাবাস

০৮

মৃত ব্যক্তির ওয়ারিশগণকে চেক বিতরণ।

      মৃতের ওয়ারিশদের মধ্যে  চেক বিতরণের সময় ছবিতোলা সাপেক্ষে চেক বিতরণ এবং ৫(পাঁচ) টাকার ৪ টি রেভিনিউ ষ্ট্যাম্পে  স্বাক্ষর গ্রহন করে চেক বিতরণ করা হয় ।

৭ (সাত )

    দিন

জনশক্তি    ব্যুরো

 ০৯

সচেতনতা/প্রচারণা মূলক কাজ।

 

     বিদেশ গমনেচ্ছুক ব্যক্তিদের প্রতারনা রোধে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও বিভিন্ন এনজিও এর সাথে সমন্বয়ে গ্রাম অঞ্চলে বিদেশ গমনেচ্ছুক ব্যক্তিদের প্রতারণা রোধে সচেতনতা সৃষ্টি মূলক সভা/সেমিনার করা হয়ে থাকে।

 

 

১০

অত্র দপ্তরের বিস্তারিত ঠিকানা ।

 

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস
নগর জালফৈ, নগরজালফৈ, টাঙ্গাইল
টেলিফোন নম্বরঃ ০২৯৯৭৭৫৩৩২৯

ই-মেইলঃ addemotangail@gmail.com

প্রধান কার্যালয়ঃ জনশক্তি , কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো , ৮৯/২,কাকরাইল, ঢাকা।

ওয়েব সাইটঃwww.bmet.gov.bd.